আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার (২৭ জুলাই) রাতে বাগেরহাটের মোংলার দ্বিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক ওই যুবককে রাতেই মোংলা থানায় হস্তান্তর করে র্যাব। আটক যুবক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তাকে রবিবার (২৮ জুলাই) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম র্যাবের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনের বন্দর-কাটাখালী সড়ক থেকে ওই যুবককে আটক করা হয়। আটক করা যুবকের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় রাতেই র্যাব ৬-এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন।
Please follow and like us: