কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা। মাহে রমজানের তোহফা হিসেবে শনিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় মোড়েলগঞ্জ পৌর এলাকায় অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম।
মোরেলগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা রেজাউল করিম, সমাজসেবক মাস্টার মনিরুজ্জামান সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৭ টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ইতিপূর্বেও মোড়েলগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা বিভিন্ন দুর্যোগ ও উৎসবে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে সামাজিক সকল কর্মকান্ডে সহায়তা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
Please follow and like us: