
রুহুল আমিন ভূইয়া-
তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। সম্প্রতি তারা জুটি বেঁধে কাজ করেছেন একটি নাটকে। নাম ‘বউ কথা কও’। চিত্রনাট্য মেহরাব জাহিদ, পরিচালনায় মুরসালিন শুভ। নির্মাতা শুভ সম্পর্কে মোশাররফের ভাগনে। শুভ জানান, মামাকে নিয়ে আগেও বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক বানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘মামার উৎসাহ ছিল, আমার ইচ্ছা ছিল। এই দুই মিলিয়ে হয়ে গেল।’ মোশাররফ করিম বলেন, ‘তার মধ্যে ভালো কাজের চেষ্টা আছে। ভাগনে বলে নয়, চিন্তাগুলো আলাদা বলেই তার সঙ্গে কাজ করতে রাজি হয়েছি।’ ‘বউ কথা কও’ নাটকে আরও অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, এমিলা হক, খাইরুল আলম টিপু, জুয়েল। এটি প্রচার হবে আরটিভিতে।