মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজার প্রাঙ্গনে হযরত খাজা মঈন উদ্দিন চিশতীর (রাঃ) স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল ২০১৮ রোজ মঙ্গলবার বাদ আছর থেকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত।
মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন-এর সভাপতিত্বে বক্তা হিসেবে ওয়াজ করেন ড. মুফতী মাওলানা মুহাম্মদ কাফীলু্দ্দীন সরকার সালেহী, অধ্যক্ষ, ঢাকা নেছারিয় কামিল মাদ্রাসা, আলহাজ্ব হযরত মাওলানা মোশারফ হোসেন হেলালী, খতিব বাইতুল করিম জামে মসজিদ, আজমপুর, ঢাকা, হযরত মাওলানা বিল্লাল হোসেন আনসারী, ইসলামী আলোচক আরটিভি ও বিটিভি।
বক্তরা হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রাঃ) জীবন, দর্শন, আধ্যাত্মিক সাধনাসহ ভারতবর্ষে আগমন ও পবিত্র ধর্ম ইসলাম প্রচারে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন জনাব দিল মোহাম্মাদ দিলু, সভাপতি, ৩১ নং ওয়ার্ড, আওয়ামী লীগ, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর-উত্তর, বিশেষ অতিথি ছিলেনজনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার, সাধারণ সম্পাদক, ৩১ নং ওয়ার্ড, আওয়ামী লীগ, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর-উত্তর।
ওয়াজ শেষে মানবজাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।