মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগরে প্রয়োজনীয় নাগরিক সেবার মান উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের অধিকার আদায়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় নাগরিক কমিটি গঠিত হওয়ায় আজ ৭ এপ্রিল ২০১৮ রোজ শনিবার তেজগাঁও জোনের ডিসি জনাব বিপ্লব কুমার সরকারকে নবগঠিত নাগরিক কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তেজগাঁও জোনের ডিসি জনাব বিপ্লব কুমার সরকার মোহাম্মদপুর নাগরিক কমিটির নের্তৃবৃন্দের বলেন, ডিজিটাল বাংলাদেশে নির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়নকল্প পরিচালনা করছেন, মোহাম্মদপুরবাসী যেন সেই সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদক নির্মূল, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষায় সহায়তা, ইভটিজিং প্রতিরোধে কার্যকর ভূমিকা এবং এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
মোহাম্মদপুর থানায় নাগরিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি জনাব ওমর ফারুক আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৩৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জনাব তারেকুজ্জামান রাজিব।
এছাড়া ২৯ নং ওয়ার্ডে এড.আব্দুস সহিদকে সভাপতি, এ আর আলমগীরকে সাধারণ সম্পাদক, ৩১ নং ওয়ার্ডে রুস্তম আলী খাঁন সভাপতি, রমিজ উদ্দিন ফরাজী সাধারণ সম্পাদক, ৩২ নং ওয়ার্ডে মাসুদ বারী সভাপতি, জামাল হোসেন সাধারণ সম্পাদক, ৩৩ নং ওয়ার্ডে সাইদুর রহমান বাদল সভাপতি, ইসরাফিল হোসেন লাবু সাধারণ সম্পাদক, ৩৪ নং ওয়ার্ডে আজিজুল ইসলাম সভাপিত, মেহদি হাছান খান মামুনকে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।