নয়া আলো ডেস্ক- বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে বক্সিং কিংবদন্তী মোহাম্মদ আলীর জানাজায় ১৪ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছে।
ইমাম জাইদ শাকির মোহাম্মদ আলীর জানাজা পড়ান। জানাজার মুহূর্তটিকে একটি শিক্ষণীয় মুহূর্ত বলে অভিহিত করেন জাইদ শাকির।
মোহাম্মদ আলীর শেষকৃত্য স্থানীয় সময় শুক্রবার কেন্টাকির লুইসভিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। শেষকৃত্য অনুষ্ঠানে ২০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হলেও আরও বেশি সংখ্যক মানুষ অংশ নেবে বলে ধারনা করা হচ্ছে।
মোহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও অনেক বিশ্বনেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে পারিবারিক কারণে বারাক ওবামা অনুষ্ঠানে অংশ নাও নিতে পারেন।
উল্লেখ্য, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে মোহাম্মদ আলীর নাম ছিলো ক্লেসিয়াস ক্লে। পরে ধর্ম পরিবর্তন করার পর তাঁর নাম মোহাম্মদ আলী রাখা হয়।