সৈয়দ মুন্তাছির রিমন-(জেলা প্রতিনিধি)মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ সংগ্রহের সময় বেসরকারী স্যাটেলাইট চ্যানেল জিটিভির জেলা প্রতিনিধি ও সারাবাংলা ডট নেট এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক হৃদয় দেবনাথ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।আজ ২৭ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া এলাকায় এই ঘটনা ঘটে। নির্ভরোগ্য সুত্রে জানাযায়, হৃদয় দেবনাথ মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন অনুসন্ধান করার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল শহরের উপকন্ঠে সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে যান।এসময় কুখ্যাত মাদক সম্রাট রাজন তার দলবল নিয়ে তার উপর হামলা চালায়। পরে সাংবাদিক হৃদয়কে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ব্যাপারে বক্তব্য জানতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।