
সৈয়দ মুন্তাছির রিমন:
সিলেট বিভাগে পাঁচ দফা দাবিতে ২০ মে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে জেলার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘটে পরীক্ষার্থী ছাড়াও জন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ধর্মঘটের সমর্থনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দখল করে সেখানে অবস্থান গ্রহণ করে শ্রমিকরা । এদিকে দূর দূরান্ত থেকে আকস্মিকভাবে আগত কোন ব্যক্তিগত যান সড়কে এসে গেলে বিক্ষোব্দ পরিবহন শ্রমিকরা সেটিকে আটকিয়ে রাখেন। রোগী বা জরুরী অবস্থা বিবেচনা করে কিছু গাড়ি ছেড়ে দেয়া হয়। গত শনিবার মাইকিং করে এ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, গত মহান মে দিবসের কর্মসূচিতে এক শ্রমিকনেতার অনুসারীরা সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাঙচুর করেছে। এ ঘটনায় উল্টো শ্রমিকনেতাদের আসামি করে থানায় মামলা করা হয়। এ মামলা প্রত্যাহারসহ আরও কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিলেট-কো¤পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।