
সৈয়দ মুন্তাছির রিমন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় রিচিং আউট অব-স্কুল চিলড্রেন (রস্ক) এর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি মৌলভীবাজারস্থ ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ মে রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও উনিয়েল ধৃতু ¯œাল এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন- উপ-প্রকল্প পরিচালক মোঃ নুরুজ্জামান মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার সদানন্দ পাল, প্রকল্প সমন্বয়কারী সুপ্রিয় হালদার ও প্রোগ্রাম সুপারভাইজার অশীষ রঞ্জন চক্রবর্তী। ইলেকট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং, টেইলারিং এন্ড গার্মেন্টস মেশিন অপারেশন ও ইলেকট্রিক এন্ড হাউস ওয়্যারিং ট্রেডে এলাকার পিছিয়ে পড়া যুবক যুবতীদের বিনা মূল্যে ৩ মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের বিভিন্ন কোম্পানীতে চাকুরি করার সুযোগ রয়েছে অথবা নিজে উদ্যোগতা হিসেবে ব্যবসা করারও সুযোগ রয়েছে। প্রতি ৩ মাস পর আবার নতুন করে এই কোর্সটি শুরু হবে। এছাড়াও প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের আরোও বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান করা হবে। ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে সেভ দ্যা চিল্ড্রেন এর কারিগরী সহযোগীতায় প্রশিক্ষণ প্রদান করবে কারিতাস-মটস। ওই প্রশিক্ষনটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।