
সৈয়দ মুন্তাছির রিমন: মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এর উদ্যোগে হজরত শাহমোস্তফা (রাঃ) কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি এবং ক্যান্সার রোগির মধ্যে বই ও অনুদানের চেক বিতরন করা হয়েছে। গতকাল ১৩ মে সন্ধায় বই ও চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, হজরত শাহমোস্তফা (রাঃ) কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শামছুল ইসলাম, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক শুভাময় রায় সজল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ আব্দুর রব ও সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী শ্রীকান্ত ধর প্রমুখ।