সৈয়দ মুন্তাছির রিমন:
মানব জীবনে বেঁচে থাকার জন্য অন্যতম পানি। পানি ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না।কিন্তু এই পানি হতে হয় স্বচ্ছ। তারই ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারী রোজ রবিবার রসুলপুর গ্রামের মরহুম আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে লন্ডন প্রবাসী আব্দুল মুহিদ মিয়ার অর্থায়নে ও রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের সহযোগীতায় কালাইপুরা গ্রামের মৃত কমাই মিয়ার মেয়েকে নলকুপ (টিউবওয়েল) প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মুহিবুর রহমান খান, আলমগীর হুসেন, সাহেদ আহমদ, রাজন আহমদ, ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক নাইম আহমদ, সদস্য লেখন আহমদ।এসময় নলকুপ গ্রহীতা জানান দীর্ঘ দিন থেকে পানির জন্য খুব কষ্ট করেছি। পানির জন্য পাশের বাড়ীতে যেতে হত।দুর থেকে পানি আনা খুব কষ্ট।তারা আমার এই সমস্যাটি সমাধান করার জন্য আল্লাহ’র কাছে তাদের জন্য দোয়া করছি।