
কুড়িগ্রাম প্রতিনিধিঃ- কুড়িগ্রামের চিলমারীতে ময়লার ভাগারে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। কে বা কাহারা গোপনে লাশটি ফেলে পালিয়ে যায়। রোববার সকালে উপজেলার কলেজ মোড়স্থ ভূমি অফিসের পেছনে শিশুটির নিথর দেহ দেখতে পায় এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমি অফিসের পিছনে ময়লার গর্তে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশটি দেখার পর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে খোঁজখবর নেয়। কিন্তু শিশুটিকে ফেলে যাওয়ার কারণ এখনো উদ্ধার করতে পারেনি।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন ক্লু পাওয়া যায়নি
Please follow and like us: