
মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকে :- বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ১০.২০মিনেটের দিকে বেনাপোল বাজার ফল পট্রির সামনে থেকে এ স্বর্ণের বার গুলো জব্দ করে।
এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।বেনাপোল সীমান্ত দিয়ে স্বণের একটি চালান ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের পেয়ে কোম্পানি কমান্ডার আব্দুল ওয়াহাব নেত্বত্বে বিজিবি’র টহল দল বেনাপোল বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের মধ্যে ৩.৯৬০ কেজি ওজনের ৩৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
৪৯ ব্যাটেলিয়ন বিজিবি’র আই সি পি ক্যাম্পের সুবেদার অাব্দুল ওয়াব বলেন উদ্ধার কৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা বলেও জানায় তিনি।উদ্ধার কৃত স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
Please follow and like us: