
মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি- যশোরের মণিরামপুরে শারদীয় দূর্গোপুজায় নতুন জামা-কাপড় কিনতে না পারায় সপ্তম শ্রেণির সৌমিক মল্লিক (১২) নামে এক ছাত্র গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলা ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাপাকোনা গ্রামের দীন নারায়ন মল্লি¬কের পুত্র সৌমিক পুজায় নতুন জামা-কাপড় কিনতে বাবার কাছে ৫ হাজার টাকা দাবী করে। অসহায় গরীব পিতা তার চাহিদা পুরণ করতে না পারায় সৌমিক গত ২৮ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশে একটি বাগানে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি দেয়। কিছুক্ষন পর স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল ছাত্র সৌমিক মল্লি¬কের পরিবার জানায়, দীর্ঘ ১২ দিন সে হাসপাতাল বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার এক পর্যায়ে গতকাল সোমবার দুপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।