![](https://www.naya-alo.com/wp-content/uploads/2018/01/j-17.jpg)
নয়া আলো ডেস্কঃ- যশোরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনা কবলিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বিমানটির তেমন কোনও ক্ষতি হয়নি, কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।
তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মাছ বহনকারী কার্গো বিমান যশোর বিমানবন্দরে ল্যান্ডিং শেষে পার্কিংয়ের সময় এর বাম পাশের চাকা রানওয়ে থেকে ছিটকে সামান্য বালিতে নেমে যায়। তবে এতে কোনও সমস্যা হয়নি। বিমানটির কোনও ক্ষতি হয়নি। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।
সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী জানান, কার্গো বিমানটি ল্যান্ডিং শেষে পার্কিংয়ের সময় এর বাম পাশের একটি চাকা রানওয়ে থেকে ছিটকে বালুর মধ্যে পড়ে। বিমানটি এখনও সেখানে রয়েছে। সেটি মেরামতের কাজ চলছে।