যশোর প্রতিনিধি:- যশোরে মোস্তফা হোসেন (২৮) নামের এক মটরসাইকেল চালককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে দুর্বৃত্তরা। সে মনিরামপুরের চালুহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।রোববার রাতে স্থানীয়রা তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসতালে ভর্তি করে। আহতের বোন শুকজান জানায় মোস্তফা একজন ভাড়ায় মটরসাইকেল চালক। রোববার সন্ধার দিকে এলাকার নেঙ্গুড়ার বাজার থেকে লতিফকে ভাড়ায় মটরসাইকেলে মনিরামপুর রওনা হয়। পথিমধ্যে লক্ষনপুর মনির দোনের সামনে পৌছালে। পূর্বে থেকে ওৎ পেতে থাকা এলাকার রহিমা খাতুনের নেতৃত্বে তার আত্বীয় সাত্তার,বাহার,ইসরাফিল ও তাজউদ্দীন গাছিদা দিয়ে লতিফকে কোপাতে যায়। এ সময় লতিফ দৌড়দিলে দুর্বৃত্তরা চালক মোস্তফাকে কুপিয়ে আহত করে। স্থানিয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে রাত ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সিনিয়র স্টাফ নার্স রহিমা খাতুন ডাক্তার জাহিদের উদ্বৃতি দিয়ে বলেন আহতের দু’হাত সহ শরিরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। ২৪ঘন্টা পারনা হলে কিছুই বলা সম্ভব না।