নয়া আলো ডেস্কঃ- যশোরের বড় ভেকুটিয়া গ্রামে ধানক্ষেত থেকে ইয়াছিন (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে৷ স্থানিয় লোকজন শুক্রবার রাত শোয়া আটটার দিকে শিশুটির লাশ হাসপাতালে নিয়ে আসে৷
নিহত ইয়াছিন বড় ভেকুটিয়া কারিগরপাড়ার ওয়াসিমের ছেলে ও বড় ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র।
পারিবার ও স্থানিয় সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নিখোঁজ হয় ইয়াসিন। খুঁজাখুজি করে রাত ৮টার একটু আগে বড় ভেকুটিয়া বাজারের পেছনে মাঠের ভিতর ধানক্ষেতের মধ্যে ইয়াসিনকে খুঁজে পান। কাদার মধ্যে উপুড় হয়ে পড়ে ছিল শিশুটি। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কল্লোল কুমার তাকে মৃত ঘোষনা করে।
ডাক্তার কল্লোল কুমার বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে কি না, তা এখনই বলা যাবে না। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তার নাক-মুখে কাদা দেখা গেছে। শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে বলে মনে হচ্ছে।