যশোর প্রতিনিধিঃ- যশোরের নওয়াপাড়ায় শিশুদের ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়ার সানসাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে কম্পিউটার লিটল জুয়েলস স্কুলে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিতর্কের বিষয় ছিল, “Only the role of mother is vital to build up a child future” (“সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের ভূমিকায়ই মূখ্য”।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন পল্লীমঙ্গল আদর্শ কলেজের সুযোগ্য অধ্যক্ষ এস এম খায়রুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান এবং অধ্যাপক মো: মাহবুব হোসেন।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালক ছিলেন সানসাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক ও কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত। বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন- অধ্যাপক কুমার সঞ্জিব বসু, মো: সেলিম হোসেন ও রজত ব্যানার্জি।
বিতর্ক প্রতিযোগিতায় দুটি বিভাগে চারটি দল অংশগ্রহন করে। ১ম বিভাগের দুটি দল অর্কিড এবং মেরি গোল্ড যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। ২য় বিভাগে ড্যাফোডিলকে হারিয়ে বিপক্ষের টিউলিপ দল চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা হন অর্কিড দলের সাবরিনা অরিন এবং টিউলিপ দলের আরাফাত রহমান।
Please follow and like us:










