নয়া আলো ডেস্কঃ- যশোরে সড়ক দুর্ঘটনায় তপু দাশ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের ইন্দ্রজীৎ দাশের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
মৃতের পিতা ইন্দ্রজীৎ জানান, সোমবার বিকালে তিনি তার ছেলে তপু দাশকে চার্জার ভ্যান চালিয়ে মাংস কিনবার জন্যে চাড়াভিটা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীরামপুরে পৌঁছালে তাদের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়।
Please follow and like us: