ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী যশোর জেলা হতে আগত রাজধানী ঢাকায় অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের উদ্যোগে গঠিত একটি অরাজনৈতিক ছাত্রকল্যান মূলক স্বেচ্ছাসেবী সংগঠন যশোর জেলা ছাত্র ফোরাম, ঢাকা- এর এক বছর পূর্ণ হলো আজ। যশোর জেলার একদল তরুণ ছাত্রছাত্রীদের উদ্যোগে সকলকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে ২০১৭ সালের ২৬শে এপ্রিল এই দিনে যাত্রা শুরু করে যশোর জেলা ভিত্তিক এই অবিভক্ত ছাত্রসংগঠন। এই উপলক্ষে আজ ২৭ এপ্রিল রোজ শুক্রবার বিকালে রাজধানীর একটি রেষ্টুরেন্টে সংগঠনের সদস্যদের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক মুতাছিম বিল্লাহ, নওয়াজীস ইসলাম রিয়েল, গোলাম মাওলা, মনিরুজ্জামান জীবন, হাসান ওয়ালী, আলিফ চৌধুরী হৃদয়, তানভীর আহমদ, সৈয়দ সাদ, রায়হান হোসেন, মারুফ হোসেন, মহিউদ্দীন আকন, তাইজুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম রাজা, আতিকুর রহমান রাজু, আক্তারুজ্জামান প্রিন্স, হাদীউজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত বছর ২০১৭ সালের ২রা জুলাই যশোর জেলা ছাত্র ফোরাম- ঢাকা এর উদ্যোগে রাজধানীতে অবস্থিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে এইচএসসি-২০১৭ পরীক্ষায় যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদেরকে “এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৭” ক্রেস্ট প্রদান ও বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান কর্মসূচি, যশোরের বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য ২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর বন্যার্তদের সহোযোগীতার জন্য “ফ্রী মেডিকেল ক্যাম্প -২০১৭“ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের, ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রী ছোট ভাইবোনদের সাময়িক আবাসন ব্যাবস্থা, চিকিৎসাধীন রোগীর জরুরী প্রয়োজনে রক্তদানের মতো মানবিক সহযোগীতা সহ এই সংগঠনের সদস্যদের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কর্মকান্ডে নানান কর্মসূচি পালনে মাধ্যম।