
মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকে:- বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের খলশি গ্রাম থেকে উদ্ধার করে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, গোপন সুত্রে জানা যায়, একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্তের খলসি ইটভাটা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে ব্যাগ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।