বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান মালিকদের অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনে পুড়ে ছাই হওয়া দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলাম ও সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ-তোষকের দোকান, একটি লন্ড্রির দোকানসহ বিভিন্ন পণ্যের কয়েকটি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পোনে বারোটার দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে আগুন নেভাতে থাকে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসেষ স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
Please follow and like us: