২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • যুক্তরাজ্যে যেতে চান বর্তমান অনলাইনের যুগে এটা কোন ব্যাপারই না!




যুক্তরাজ্যে যেতে চান বর্তমান অনলাইনের যুগে এটা কোন ব্যাপারই না!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০১৮, ১১:৪৭ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদকের অনুসন্ধানঃ-  অনলাইন এটি একটি অন্যতম গনমাধ্যম বর্তমান অনলাইন প্রযুক্তিকে ব্যবহার করে যেমনটা মানুষের উপকার হচ্ছে আবার ক্ষতি ও হচ্ছে প্রতিদিন, প্রতিটা মূহুর্তে প্রতারকদের মাধ্যমে! ঠিক তেমনি করে যুক্তরাজ্যের ভিসার ও পার্সেলের লোভ দেখিয়ে, ধোকা দিচ্ছে অসংখ্য মানুষকে, একদল প্রতারক চক্র, তাদের কাজই হল অনলাইকে ব্যবহার করে ধান্দাবাজি করা।
আর সাংবাদিকদের কাজ হল সত্যটা মানুষের সামনে তুলে ধরা! সাংবাদিক জুয়েল খন্দকার আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে মালদ্বীপে কর্মরত আছেন (তিনি জানায়) ওনার একটি মাদ্রাসার নির্মাণের কাজ চলছে কুমিল্লা জেলা, মডেল থানা,পাঁচথুবী ইউনিয়নে, মাদ্রাসার নামে একটি ফেইচবুক পেইজ আছে, দারুত তাওহীদ মাদ্রাসা নামে সেই পেইজের ইনবক্সে অনেক গুলি এস,এম,এস জমা আছে হঠাৎ যুক্তরাজ্যের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন নারী সদস্য কর্মকর্তার পেইজ থেকে একটি মেসেজ! মেসেজটি ছিল এমন যে তিনি কি একজন নারী হয়ে একটু বাঁচার স্বপ্ন দেখতেও পারছেননা?এমন কথা শুনলে কারনা অন্তর কাঁদবে!?
কিন্তু তার ফেইসবুক পেইজটি ঘুরে তেমন কিছু পেলামনা একটু সন্দেহ মনে হল কিন্তু তার মেইলে যোগাযোগ করার জন্যে ইমেইল আইডি দেওয়া ছিল, ইমেইল করলাম তাকে সহপরিবার নিয়ে বাংলাদেশে চলে আসার জন্যে পরামর্শ দিয়ে একটি মেইল পাঠালাম কিন্তু তার কাছ থেকে মেইলের উত্তর আসল ভিন্ন,তার কিছু পিকচার সহ তার একটি বাচ্চার পিকচার পাঠালো আমার মেইল এর জবাবে বলে সে যুক্তরাজ্য থাকে তাকে যুদ্ধের জন্যে লিভিয়াতে পাঠানো হয়েছে তার চাকরীর রিটায়ার্ড হবে আর পাঁচ বছর পরে কিন্তু তার যতই কষ্ট হোক সে চাকরী ছাড়বেননা কিন্তু সে চায় তার জীবনের আয়ের সব কিছু আমাকে দিয়ে দিতে তার বাঁচা ও মরার কথা বলা যায়না তাই আমাকে সব কিছু দিয়ে দিতে চায় আর প্রেম আলাপত আছেই! সেই অর্থ গুলি দিয়ে আমি যেন ব্যবসা করি আর সেই ব্যবসা থেকে তাকে ২০% লাভ দেওয়ার জন্যে,সন্দেহ আর বেড়ে গেল!
দুই জনের মাধ্যে একের পর এক মেইল আদান-প্রদান হল প্রায় ১৫ দিন  ধরে বিভিন্ন ফর্ম পূরণ করা সহ সব ঠিকানা ও আমার সমস্ত সিকিউরিটি তাকে মেইলে দিতে হয়েছে কিন্তু মেয়েটির জালে ফাঁসানোর চেষ্টা করেই যাচ্ছে, মেয়েটি কিছু দিন পরে আমার সাথে দেখা করতে আসবে কিন্তু তার আগে সব কিছু আমার কাছে পাঠাবে পার্সেল করে কিন্তু কাওকে কিছু জানাতে নিষেধ করেছেন! তিনি একটি ট্রাং কিংবা ব্রিফকেস পাঠিয়েছেন লিভিয়া থেকে সেটা যুক্তরাজ্যে পাঠিয়েছেন পরে যুক্তরাজ্য থেকে তার জীবনের সমস্ত ইনকামের অর্থ,টাকা ও স্বর্ণ, অলংকার সহ ব্রিফকেইসে ঢুকিয়ে যুক্তরাজ্য থেকে  কুরিয়ার সার্ভিসে বক্সটি জমা দিয়েছেন বক্সটির, গোপন নাম্বার আমাকে দেয় (গোপন, কোড হল ৭৭৪২) তিনি বক্সটি জমা দিয়ে দিয়েছেন কিন্তু ফি পেমেন্ট করতে ভুলে গেছেন সেই কুরিয়ার সার্ভিসের টাকা আমাকে পেমেন্ট করতে হবে ( তিন হাজার মার্কিন ডলার ) আর যদি পেমেন্ট না করতে পারি তাহলে পার্সেল পাবোনা দুইটি মেইল আসল কুরিয়ার সার্ভিস থেকে ফর্ম পূরনের মেইল ও টাকা পেমেন্টের মেইলে ফেইক একটি ওয়েভসাইটের লিংক ও আছে ওয়েভসাইটে ঢুকে পর্যাপ্ত প্রমান পেলাম না কুরিয়ার সার্ভিসের দুইটি ফোন নাম্বার দেওয়া সাইটে এবং দুইটা নাম্বারই সুইচ অফ নাম্বার কিন্তু আমিত বোকা নই আমিও পরে নানান অজুহাত দেখাতে শুরু করলাম, কারন আমার তথ্য নেওয়ার কাজ শেষ।পরে তাকে বললাম বক্স খুলে টাকা পেমেন্ট করে বক্স পাঠাতে কিন্তু সেটাত ছিল প্রতারক চক্রকে তাড়ানোর ফাঁদ।এমন বক্সের গল্পে অনেক জীবন ধবংস ও রাস্তায় বসার অনেক প্রমান রয়েছে আমাদের কাছে।
পার্সেলত পেলামনা এখন চলেন যুক্তরাজ্যে যাওয়া যাক!
হঠাৎ ইমোতে একটি ফোন আসল গতকাল ইমো ফ্রেন্ড লিষ্ট থেকে বাংলাদেশ টাইম সন্ধ্যা সারে ৬ টা, মালদ্বীপ টাইম বিকেল সারে পাঁচটায় বাবার বন্ধু মনে করে সব কিছুই বলা শুরু করল আমি চুপ থাকলাম বিষয়টা অনেক আনন্দের বটে কিন্তু অনেক জটিল মনে হচ্ছে  তখন আমি বললাম আপনাকে চিনতে পারলামনা! আসলে কে আপনি ছেলেটি বললো আমি সাদ্দাম বাড়ি নারায়নগঞ্জে থাকি সৌদি আরবে,সাদ্দাম বলেন আপনিরকি আঙ্কেল না?আমি বললাম আমিত আপনাকে চিনিনা পরিচয় দিলাম পরে তাকে জিজ্ঞাসা করলাম তিনি সব কিছুই খুলে বলেন যে ভাই আপনি জাত সাংবাদিক একটু সত্যতা কি আসলে দেখবেন কি!
সাদ্দামের কাছ থেকে প্রতারকের ফেইসবুক আইডি নিয়ে ম্যাসেজ দিলাম ও ওয়্যাটছ্যাপ আইডিতে ও সাথে সাথে জবাব পেলাম অবাক হয়ে গেলাম!সেই আমার কাছে নিজে নিজে পরিচয় জিজ্ঞাসা করে যুক্তরাজ্যে নেওয়ার লোভ দেখায়, আমার কাজ অনেকটা সহজ হয়ে গেল প্রতারককে ধরার, আমার সমস্ত জব সিভি দিলাম, সাথে ২০১৭ ফ্রিজ এসির ইঞ্জিনিয়ারিং করার সার্টিফিকেট ও ফায়ার ট্রেনিং সার্টিফিকেট দিলাম কিন্তু প্রথমে তার কাছে জব ছিল রাজ মিস্ত্রীঁ ভার ম্যান ও হাউজ ভিসা, তাদের (মা কোম্পানি নামের একটি কোম্পানি আছে যুক্তরাজ্যে ) তিনি হলেন সেই বাটপার কোম্পানির ম্যানেজার কিন্তু প্রথমে ওনার কাছে ফ্রিজ এসির জব ছিলনা কিন্তু এখন ওনার কাছে সব কাজ ও কাজের ভিসাই আছে তাই তিনি আমাকে ফ্রিজ এসির কাজের ভিসা দেবেন তাদের কোম্পানিতে! ওয়্যাটছ্যাপে ম্যাসেজের উত্তর সাথে সাথে দিচ্ছে টানা তিন ঘন্টা চ্যাটিং তার সাথে কিন্তু যুক্তরাজ্যে আমি একা যাবো না সাথে আরেক জন যাবে,অনেক গুলি ফর্ম দিল তিনি আমাকে পূরন করে তাকে দিলাম পাসপোর্ট ও সমস্ত সিকিউরটি ও দিতে হল এখন তিনি ভিসা দেবেন সব কিছু রেডি করে ফেলেছেন আমার সাথে কথা বলতে বলতে তিন ঘন্টায় এখন তিনি ভিসা প্রসেসিং করতে জমা দেবেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কিন্তু আমাকে এক হাজার মার্কিন ডলার প্রথমে তার একাউন্টে জমা দিতে হবে সেটা বাংলাদেশ দূতাবাসকে দেবেন।
কিন্তু আমি উল্ট তার কাছ থেকে দিতে বললাম সে রাজি হল কিছুক্ষন পরে আর অনেক অজুহাতে আমাকে আর দুই হাজার মার্কিন ডলার দিতে হবে তার পরে আমি ভিসা পাব, আবার ভিসা মেইনপাওয়ারের দাইত্ব্য তার সেই করিয়ে দেবেন পরে আমি নানান অজুহাত দেখাতে ভেসে উঠল প্রতারকের আসল চেহারা নানান ভাষায় গালিগালাজ ও নানান হুমকি দিতে লাগে প্রতারক।
আমাদের এই অনুসন্ধানে আর এমন তথ্য বেরিয়ে এসেছে যারা কিনা ধোকা খেয়ে হার্ট এটাকে মৃত্যু,সহ মানষিক রোগে আক্রান্ত ও সবকিছু হারিয়ে রাস্তায় বসার ঘটনা ঘটেছে কিন্তু এই সমস্যার সমাধানত আর সরকার আর প্রশাসন দিতে পারবেনা এটা দেশের  নাগরিকরাই সচেতনের মাঝে সমাধান খুঁজতে হবে আর মনে রাখতে হবে আমাদের লোভের হাতিয়ার হিসেবে একদল প্রতারক চক্র জড়িত আছে যারা কিনা সুযোগ পেলেই আপনার সব হাতিয়ে নেবে রাস্তায় বসিয়ে দেবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET