২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন-সমাবেশ




রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন-সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৫ ২০২১, ১৬:৪৫ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতালে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাসেদ আলম। এরই প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিক্ষার্থী মানিক, শুভ, শাকিল ও আরব-এর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক ভিপি আসম সাজ্জাদ হোসেন পল্টন ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আহসান হাবিব নাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার শেরপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তারই দুই ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদ আলম কর্তৃক ১১ জুন রাতে রমেকের জুরুরি বিভাগে নিয়ে যায়। এসময় ওয়ার্ডের দায়িত্বরতরা নির্ধারিত ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা দাবী করেন। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দুই শিক্ষার্থী অতিরিক্ত টাকার মেমো চাইলে হাসপাতালের স্টাফ ও দালালেরা তাদেরকে বেধড়ক মারধর করেন।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণ, দালাল ও দূর্ণীতিমুক্ত হাসপাতালের দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET