
রক্ত বিন্দু
সৈয়দ মুন্তাছির রিমন
জননী
তোমার ছেলে কিন্তু সৈনিক
আকাশে মেঘ দেখে ভয় পায় না
বরং কৌশলী হয়ে উঠে।
জননী
তোমার ছেলে ফিটার খেয়ে বড় হয়নি
বরং রাজপথে সংগ্রাম করে
পৃথিবীর আলো দেখেছে।
জননী
হিজরত মানে নতজানু নয়
বরং মানব আত্নার আত্নঃ শুদ্ধির
প্রয়াসে মাতৃকার মুক্তি।
জননী
তোমার ছেলে অন্তিম কিনারায়
বরং কোন এক অলৌকিক যাতনায়
কে এসে সামনে দাড়ায়।
জননী
তুমি ভেবোনা মোনালিসায় আলিঙ্গন
বরং নিজের অস্তিত্বের শেষ রক্ত বিন্দু
ঢেলে আকাশপানে চেয়ে বিজয় দেখেছি।
লেখকঃ সাংবাদিক ও কলামিস্ট। প্যারিস-ফ্রান্স।
Please follow and like us: