মতলব উত্তর ব্যুরো :
মোবাইল কোম্পানী রবি’র অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাত করার অপরাধে প্রাইম ইঞ্জিরিয়ারিং এর ইলেক্ট্রিশিয়ান ওয়াসিম (৩২)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের ওসমানের ছেলে ওয়াসিম প্রাইম ইঞ্জিরিয়ারিং এ ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির জাল মানি রিসিট তৈরী করে বিভিন্ন বিল-ভাউচার তৈরি করে মোবাইল ফোন কোম্পানী রবি’র ২০ লক্ষাধিক টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। ওয়াসিম প্রাইম ইঞ্জিরিয়ারিং এর কুমিল্লা ও চাঁদপুর রি জোনের আওতায় ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত থেকে এ কাজ করে।
এ ব্যাপারে প্রাইম ইঞ্জিরিয়ারিং এর একাউন্স কর্মকর্তা মেহেদী হাসান বাদি হয়ে ঢাকার বাড্ডা থানায় ওয়াসিমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মাসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নং- ২০, তারিখ- ২০.০৪.২০১৬ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার এসআই অনয় চন্দ্র পাল মতলব উত্তর থানায় আসামী আটকের জন্য অনুরোধ করলে গত শুক্রবার ভোরে মতলব উত্তর থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। শুক্রবার বিকেলে বাড্ডা থানার এসআই অনয় চন্দ্র পালের কাছে আটককৃত ওয়াসিমকে হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার এসআই অনয় চন্দ্র পাল বলেন, আটককৃত ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করলে এ সিন্ডিকেটে কারা জড়িত রয়েছে জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে ওয়াসিমের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের সাথে জড়িত প্রমাণ হয়েছে।
উল্লেখ্য, ওয়াসিমের পিতা ওসমান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও মাতা রিনা বেগম সুলতানাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার।