
লিমন হোসেনঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলি ইউনিয়ন রহিমপুর দি- ইয়াং সোসাইটি ক্লাবের উদ্যোগে ১০০ জন অসহায় মানুষদের কে নিয়ে ইফতারের আয়োজন করেন ক্লাবটি।
রহিমপুর গ্রামের কিছু সংখ্যক ইয়াং তরুণদের সহযোগিতা এ মানবিক ক্লাবটি ০১-০১-২০২১ ইং, সালে স্থাপিত করেন ক্লাবটি। তারই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার ১০০ জন অসহায়, দরিদ্র মানুষদের কে নিয়ে ইফতারের আয়োজন করেন ক্লাবটি।
অসহায় ও দুস্থ রাজ্জাক ও মুসলিম জানান, আমাদের গ্রামের ছেলে পেলে এমন কাজের উদ্দ্যেগ নিয়েছে এজন্য আমরা গ্রাম বাসি গর্বিত। আমরা চাই আমাদের ছেলে পেলে আরো এগিয়ে যাক।
ক্লাবটির সাধারণ সম্পাদক, ইয়াছিন আরাফাত সুমন বলেন, আমাদের মুল লক্ষ্য মানুষের পাশে থেকে সহযোগীতা করা। আমরা সব সময় আমাদের গ্রাম রহিমপুরের সকল অসহায় মানুষের পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এখনো অনেক দরিদ্র মানুষ আছে যারা অন্যের কাছে চাইতে পারে না আমরা গোপনে তাদের খোজ খবর নিয়ে তাদের সহযোগিতা করব। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবারে আমরা ১০০ জন অসহায় মানুষদের ইফতার করিয়েছি।
তিনি আরো বলেন, আমরা বর্তমানে ২০ জন সদস্য নিয়ে শুরু করেছি। ভবিষ্যতে আরও সদস্য নিয়ে অনেক দুর এগিয়ে যেতে চাই।