নয়া আলো:
রাজধানীর শ্যামলী রিংরোডে আবাসিক হোটেলে বিউটি (২০) নামে এক তরুণীকে হত্যা করে পালিয়েছে মনির (রুপক) নামের এক যুবক।
রোববার সকালে হোটেল কক্ষ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আদাবর থানার ওসি শাহিনুর রহমান জানান,
শনিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা আদাবরের একটি আবাসিক হোটেলে উঠে। হোটেলের রেজিস্ট্রিখাতায় তাদের যে নাম পরিচয় পাওয়া যায় তা সঠিক না।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে মনির নামের ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।