![](https://www.naya-alo.com/wp-content/uploads/2018/03/received_440814076335340.png)
রাজবাড়ী প্রতিনিধি,রাশেদ খান মিলন-
রাজবাড়ীর পাংশায় অস্ত্রগুলিসহ সোবাহান মন্ডল নামে এক সন্তাসীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার উপজেলার শরিষা ইউনিয়নের কুলানগর গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপনসংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের কুলানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত সন্তাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রকৃয়াধীন রয়েছে।
Please follow and like us: