অনলাইন ডেস্কঃ- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ২২ জনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে।
রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদকে শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজ ক্যাম্পাসে টেনে-হিঁচড়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অধ্যক্ষের দায়ের করা মামলায় কয়েকজনকে গ্রেফতার করলেও সৌরভ ও তার সঙ্গীদের এখনো ধরতে পারেনি পুলিশ।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে।