
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর চারঘাটে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য জানায়। আটকৃত হলেন, রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার সুবল শর্মার ছেলে বাপ্পি শর্মা ওরফে বিপ্লব শর্মা (৩৩) ও চারঘাট চামটা উত্তপাড়া এলাকার আবদুর সালাম মেম্বারের ছেলে বরহান আলী (৩০)। র্যাব-৫ জানায়, গত শুক্রবার রাতে চারঘাটের বধুরুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব শর্মাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৯৬৫ পিস ইয়াবা, একটি মোটরসাইলেক, একটি মোবাইলফোন, একটি সীম, একটি মেমোরি কার্ড ও নগদ দুই হাজার এক’শ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের সলুয়া এলাকায় অভিযান চালিয়ে বরহান আলীকে দুইটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন, নয় রাউন্ড গুলি ও দুই ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে র্যাব জানান।