রাজশাহীর মোহনপুরে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল—সহ মোঃ শরিফ আহম্মেদ (১৯), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৬ মে) রাত সাড়ে ৭টায় রাজশাহীর মোহনপুর থানাধীন কুঠিবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ শরিফ আহম্মেদ (১৯), সে রাজশাহীর বাগমারা থানার শিকদারী দক্ষিণ মাঝগ্রাম এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে।
সোমবার র্যাব—৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার শরিফ আহম্মেদ সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। এছাড়াও সে একজন চিহ্নিত মাদক কারবারী ও ট্রাকের হেলপার। সে দীর্ঘদিন যাবত ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাচার করে আসছিল। শরীফ মাদক চক্রের সদস্য হওয়ায় সে তার পেশার আড়ালে চতুরতার সাথে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব পন্থায় ভারতীয় সীমান্তবর্তী স্থান হতে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে র্যাব—৫, রাজশাহী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, গ্রেফতার মাদক কারবারী শরিফ অভিনব কায়দায় আম পরিবহণের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভিতর অবৈধ ফেনসিডিল লোড করে যাত্রীবেশে অটোভ্যানে করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নীত এলাকায় অভিযান চালিয়ে তাকে ১৪৫ বোতল ফেনসিডিল—সহ গ্রেফতার করে র্যাব। এ ব্যপারে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।