
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি :- ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে ব্যর্থ হওয়ার কারনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরুন মুন্ডার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, দফতর সম্পাদক পলাশ পাহান ও অর্থ সম্পাদক অনিল রবিদাস,সদস্য হেমন্ত তির্কী প্রমুখ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, এসএসসিসহ সকল একাডেমিক পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁঁস বন্ধে ব্যবস্থা নিতে এদেশের সরকার ব্যর্থ এবং দায়ী। সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী কোন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না। সরকার তার দুর্নীতিবাজ আমলাদের নিয়ন্ত্রন করতে পারছে না। একারনে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এছাড়া অবিলম্বে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মুলহোতাসহ জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবী জানান তারা।