১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে চোরাই মোটরসাইকেল-সহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২৪, ১৮:৫০ | 662 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে একটি বাড়ি থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩ টায় রাজশাহীর বাগমারা থানা মোহনপুর মধ্যপাড়া থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ তাদের তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ ফয়সাল ইসলাম শান্ত (২৩), সে রাজশাহীর বাগমারা থানার সূর্যপাড়ার মোঃ সাজেদুর রহমানের ছেলে ও মোঃ মিল্টন (২২), সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুল মোড়ের মোঃ পিন্টুর ছেলে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জমিরুল ইসলাম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার মোঃ ছাগির মাহমুদ রিহান গত (৬ ফেব্রুয়ারী রাত ১১ টায় তার ব্যবহৃত মোটরসাইকেল গ্যারেজে রাখেন। পরের দিন সকাল ১১ টায় গ্যারেজে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নাই। এ ব্যপারে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুকের সমন্বয়ে একটি দল আসামিদের শনাক্ত করে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে আসামি শান্তকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে একই থানার মোহনপুর মধ্যপাড়া থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামি শান্তর দেওয়া তথ্যমতে বুধবার (১৪ ফেব্রুারি) সাড়ে ১২ টায় অপর আসামি মিল্টনকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলঅকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। রাজশাহী মহানগরসহ আশেপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তাদের সহযোগীদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET