নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দ্ইু ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা বুধবার বিকেল ৫টায় মহানগরীর তেরখাদিয়ায় অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আতাউর রহমান ঢাকা মহানগর জামায়াত দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের শ্বশুর। দেশ স্বাধীনের পর থেকেই তিনি জামায়াতে ইসলামীর উত্তরবঙ্গের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে রাজশাহী মহানগর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মহানগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে যান। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। জামায়াতের রাজনীতি থেকে অব্যাহতি হওয়ার পর তিনি বাড়িতে অবসর সময় কাটাচ্ছিলেন।