
রাজশাহী মহানগরীতে ফেনসিডিল সহ মোঃ মিনারুল হক(১৯) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
রোববার সকাল সোয়া ৯টায় নগরীর কাটাখালী থানাধিন থানাধীন শ্যামপুর নগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মিনারুল হক মতিহার থানাধিন ডাশমারী পূর্বপাড়া এলাকার জিনারুল হকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মমুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দস।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্ততে জানা যায়, শ্যামপুর নগরপাড়া দিয়ে ফেনসিডিল বহন করে নিয়ে আসছে এক ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় ৬০ বোতল ফেনসিডিলসহ মিনারুল হক নামের এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারত হতে চোরাইপথে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল গুলি নিজ এলাকার উদ্দেশ্যে এনেছিলো।
এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।