নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুই শিবিরকর্মীকে আটক করেছে। রোববার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মেহেরচন্ডি এলাকার মিলন (২৮) নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার রাশিদুল ইসলাম (২৫)। আটক মিলন নগর ২৬ নং ওয়ার্ড পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি ও রাশিদুল ইসলাম ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বর্তমানে রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক। মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানাধীন আমচত্বর এলাকা হতে রোববার বেলা ১১ সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের সাথে জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে। তাদের দুইজনকে নাশকাতার মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।