নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার আগে নাশকতার আশঙ্কায় রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করেছে পুলিশ। জেলা ও মহানগর পুলিশ বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, জেলার ৯ থানা ও জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় ৫০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, নগরীর চার থানা ও মহানগর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ২৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন বিএনপি ও জামায়াতের কর্মী। পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আটক অন্যদের মধ্যে ১৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে দুজনকে। অভিযানে ২৫ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি