
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। মহানগরীর কাশিয়াডাঙ্গা ও পুঠিয়া উপজেলায় আলাদা দুর্ঘটনায় তারা নিহত হন। নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার পশ্চিম বালিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৭০) ্এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (৪০)। পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহত নাসির একজন ব্যবসায়ী। গাইবান্ধা থেকে তিনি ট্রাকে করে আমগাছের চারা আনছিলেন। গতকাল শুক্রবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর বাজারে ওই ট্রাকটি দাড়িয়ে ছিল। এ সময় আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাদিকুল ইসলাম। তিনি থেমে থাকা ট্রাকটির সামনে বসে ছিলেন। এদিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বৃদ্ধ আবুল কালাম বাইসাইকেল চালিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কাশিয়াডাঙ্গা এলাকায় সড়কের পাশের খাদে বাইসাইকেলের চাকা পড়ে গেলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আবুল কালাম। পরে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে পুলিশ জানিয়েছে,আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।