নাজিম হাসান, রাজশাহী থেকে:- রাজশাহীর চারঘাট উপজেলা থেকে চলতি এইচএসসি পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে ভুয়া প্রশপত্র সংগ্রহ ও বিতরণ করে টাকা নেওয়ার অপরাধে রনি সরকার (২০) নামের এক প্রশপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৫। আটক রনি উপজেলার রাউথা গ্রামের কালাম সরকারের ছেলে। গত রোববার রাত পৌনে ১০টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আটক করে। র্যাব জানায়, র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট উপজেলার রাউথা গ্রামে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য রনি ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে বিক্রি ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করছে। বিষয়টি জানতে পেরে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে সাড়ে নগদ ১০ হাজার টাকা ও একটি মেমোরীকার্ড রিডারসহ রনিকে আটক করে। গতকাল সোমবার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে হবে বলে র্যাব সুত্রে জানাগেছে।