
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীতে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মোজাফফর হোসেন ওরফে মুশা (৬০)। তিনি জেলার পবা উপজেলার দামকুড়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে তুমুল ঝড়-বৃষ্টির মাঝে বাড়িতেই ছিলেন আরএমপির দামকুড়া থানা এলাকার বাসিন্দা মোজাফফর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ এব্যাপারে দামকুড়া থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।