রাজশাহী জেলার চারঘাট হতে ৬০০ লিটার চোলাইমদসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামের মোঃ আবু সামা ওরফে টুনুর ছেলে মোঃ কুনাল (৪৫) ও একই গ্রামের মোঃ এমদাদুলের ছেলে মোঃ শাহীন আলী (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন (দোকানদার মুংলী বাজার) এর আমের বাগানের মধ্যে কতিপয় মাদক কারবারী চোলাইমদ বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে ৬০০(ছয়শত) লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করার জন্য অফিসার ইনচার্জ, চারঘাট থানা, রাজশাহী এর নিকট হস্তান্তর করা হয়েছে।