
তথ্য ও ছবিঃ রাজশাহী থেকে কাওছার আহমেদ-
“রাজশাহী পোষ্টাল একাডেমির” উদ্যোগে আজ রাজশাহীতে “বিশ্ব ডাক দিবস” উপলক্ষে রালি ও মিছিলের আয়োজন করে।
মিছিলে অংশগ্রহন করেন রাজশাহী ডাক বিভাগের সকল অফিস কর্মকর্তা, কর্মচারী, সহ ছোট বড় নানা শ্রেণীপেশার মানুষ।
তারা সকলেই মিছিলে নামেন সাদা পোশাকে। তাদের স্লোগান ছিল, ডাক মোদের শান্তির দূত। ডাক বিভাগ ছিল কোন এক সময়ের সকল তথ্য সংবাদ প্রেরনের একমাত্র মাধ্যম। এখন ডিজিটাল বাংলাদেশে ই-সেবা চালু করায় চিঠি পত্রের ব্যবহার বিলুপ্ত প্রায়এখন বিলুপ্ত প্রায়।
এই আধুনিকতার ছোয়ায় চিঠির ব্যবহার বিলুপ্ত না করে এর ব্যবহার বাড়ানোর কথা তুলে ধরেন তাদের হাতে থাকা ব্যানার ফেষ্টুনগুলোতে।
মিছিল প্রশাসনের কড়া নজরদারিতে থাকায় কোন ধরনে অপ্রিতিকর ঘটনা লক্ষ করা যায় নি।