মহানগরীতে কিশোর গ্যাঁং লিডার-সহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ চাকু, ৬৫ গ্রাম গাঁজা, ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার কিশোর গ্যাঁং লিডার মোঃ সাব্বির অরফে কানা সাব্বির (২১), সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুল মোড় এলাকার মোঃ সানোয়ার হোসেন সেলিম ছেলে, মোঃ তন্ময় ইসলাম (২৫),
সে একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত তৈমুর ইসলামের ছেলে, ও মোঃ নাজমুল (২৩) ছোটবনগ্রাম স্কুল মোড় এলাকার মোঃ সেলিম বাবুর ছেলে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার একটি বাগানের ভিতর মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কিছু দূর্বৃত্ততরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এ সময় ৪ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা পলাতক আসামীরা কিশোর গ্যাং মোঃ সাব্বির ওরফে কানা সাব্বিরের নেতৃত্বাধীন একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা পরস্পর যোগসাজসে কিশোর গ্যাং লিডার মোঃ সাব্বির ওরফে কানা সাব্বিরের নেতৃত্বে গাঁজা ও ট্যাপেনটাডাল ট্যাবলেট সেবনের উদ্দেশ্যে ওই বাগানে অবস্থান করছিল। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে সেবন করে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে চন্দ্রিমা থানা পুলিশ।