
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
জনসাধারণ ও ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহাগরীর সাহেব বাজার এলাকায় লিফলেট বিতরণের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহবান জানিয়ে তিনি লিফলট বিতরণ করেন। এসময় লিফলেটে উল্লেখ করা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, নৌকা ইত্যাদিতে উঠবেন না। ফুটপাত/রাস্তা দখল করে ইফতার সামগ্রী বা অন্য কোন পন্য বিক্রয় হতে বিরত থাকুন। যততত্র যানবাহন, অটো রিক্সা দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করবেন না। অপরিচিত লোকের খাবার পরিহার করুন, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র হতে সাবধান থাকুন। ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করুন এবং কাজ শেষে উন্নতমানের তালা দিয়ে ভালোভাবে বন্ধ রাখুন। ট্রাফিক আইন মেনে চলুন। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকুন। মাদকের অপব্যবহার, প্রকাশ্য ধুমপান, পানাহার করা হতে বিরত থাকুন। উচ্চ শব্দে গান বাজানা, সাউন্ড বক্স, মাইক ব্যবহার ওসকল প্রকার অশ্লীল কর্মকান্ড হতে বিরত থাকুন। খাবার হোটেল/চা দোকান প্রয়োজন মত পর্দা কাপড় দিয়ে ঘিরে রাখুন। রোজদারের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং তাদের সামনে কিছু খাবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন বক্তব্য বা প্রচারণা হতে বিরত থাকুন। ভুয়া পুলিশ, ডিবি, র্যাব সংক্রান্ত তথ্য স্থানীয় পুলিশ কন্টেল রুমকে জানান। আতশবাজী-পটকা সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ফুটানা হতে বিরত থাকুন। অর্থ লেনদেন ও মূল্যবান সামগ্রী পরিবহনে সতর্ক থাকুন। প্রয়োজনে পুলিশের সহয়তা নিন। কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হতে বিরত থাকুন। অস্বস্থ্যকর ইফতার সামগ্রী ও খাবার বিক্রয় হতে বিরত থাকুন। কোন পণ্যে ভেজাল দিবেন না। সকল কর্মকান্ডে সহনশীলতার পরিচয় দিন। রেলস্টেশন, বাসস্টান্ড ও অন্ধকারাচ্ছন্ন স্থানে সতর্কভাবে চলুন। ঈদের ছুটিতে অন্যত্র গেলে বিশ^স্ত প্রতিবেশীকে জানান ও বাসা-বাড়িতে মানসম্মত তালা ব্যবহার করুন। প্রয়োজনে স্থানীয় পুলিশকে অবহিত করুন। ঈদ জামাতকে কেন্দ্র করে বিবাদে না জড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখুন।