নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- উত্তরের হিমেল হাওয়া ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় শৈত্যপ্রবাহে কাঁপছে রাজশাহীবাসী। এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল শানিবার ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এর ফলে শীতের তীব্রতা বেড়েছে। বেলা বাড়ার পরেও অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখাগেছে। বিশেষ করে শীতে সবচেয়ে কাহিল হয়ে পড়েন খেটে খাওয়া মানুষগুলো। এবং কষ্টে দিন যাপন করছে নিন্ম আয়ের শ্রমজীবী মানুষরা। এর আগে রাজশাহীতে বুধবার বিকেলে পর থেকে ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হননি। তবে দিনের তাপমাত্রা বাড়তে থাকে। সকাল থেকেই সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বাড়েছে। গত শুক্রবার দিনেও তাপমাত্রা বেড়ে হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহ শীতের তীব্রতা ও বেশি থাকবে বলে আভাস পাওয়া গেছে। কারণ, তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির মধ্যে উঠানামা করার সম্ভাবনা রয়েছে। এর ফলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হেলেনা খানম জানান। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ চলমান থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।