
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী।গতকাল সোমবার সকাল থেকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর, সাহেব বাজার জিরোপয়েন্ট এবং আলুপট্টিসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর গাড়ির টহল দেখা গেছে। এছাড়া জেলার নয়টি উপজেলাতেও সেনাবাহিনীর টহল দলগুলো সক্রিয় রয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম আব্দুল কাদের বলেন,রাজশাহীর ৬টি সংসদীয় আসনে সেনাবাহিনীর মোট ৪২টি টহল দল কর্মরত আছে। এর মধ্যে রাজশাহী-২ (সদর) আসনে ৬টি এবং জেলার নয়টি উপজেলার অন্য ৫টি আসনে ৩৬টি টহল দল কাজ শুরু করেছে। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে। ভোটকেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তারা আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা দেবে