নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর বাঘা থানার মীরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাঘার ভানুকর মীরগঞ্জ এলাকার মোনার উদ্দিনের ছেলে মাসুদ রানা(২৭), মাছুম প্রামানিকের ছেলে রাজন প্রামানিক(২৪) এবং মৃত মমতাজ আলীর ছেলে হায়দুর(৩৫)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাঘা থানার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদেরকে ৫০০ বোতল ফেনসিডিল ও মোবাইলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। অপরদিকে জেলার গোদাগাড়ীতে হেরোইন এবং দেশী ও ভারতীয় প্রায় ১১ লাখ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কৃষ্ণবটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,গোদাগাড়ীর বালিদিঘী কৃষ্ণবটি এলাকার সিনারুল ইসলামের ছেলে দুলাল(৩৫)। র্যাব জানায় , গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর কৃষ্ণবটি এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী দুলালকে ৫০০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ১০ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা এবং ভারতীয় দশ হাজার ২৫৪ টাকাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক দুলাল দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।