
তথ্য ও ছবিঃ রাজশাহী প্রতিনিধি কাওছার আহমেদ –
দুর্গাপুরের সায়বাড় গ্রামের এক স্কুল পড়ুয়া ছাত্রী (১৪) বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩দিন ধরে অনশনকালে তা ভেঙে দিয়েছে প্রসাশন। ভিকটিম কাঁঠালবাড়িয়া স্কুল ও কলেজের দশম শ্রেনির ছাত্রী। তিনি একই গ্রামের আব্দুল আলিমের ছেলে আশিক (১৮) নামের এক ছেলের সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়লে রোববার এঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা গেছে, উপজেলার সায়বাড় গ্রামের এমরান আলীর স্কুল পুড়–য়া মেয়ের সাথে একই গ্রামের আব্দুল আলিমের ছেলে আশিকের সাথে কিছু দিন আগ থেকে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। পরে ভিকটিম আশিককে বিয়ের চাপ দিলে আশিক কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। এঘটনায় ভিকটিম গত বৃহস্পতিবার প্রেমিক আশিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন দেয়। এরপর ৩তিন অতিবাহিত হয়ে গেলে গত রোববার সকালে স্থানীয় লোকজন যোগসাজ করে ভিকটিমের সাথে আশিকের বিয়ে দেওয়ার চেষ্টা করে।
পরে জোরপূর্বক স্থানীয় লোকজন বাল্য বিয়ে দিচ্চেন মর্মে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকতাকে নিদের্শ দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের পরিমিত বয়স না হওয়ায় বাল্য বিয়ে পন্ড করে দেয় মহিলা বিষয়ক কর্মকর্তা।