রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মোগনপুর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ৩টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) লালমনিরহাট হতে চুরি হওয়া অটোরিক্সা-সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ গোলজার হোসেন (৪৩), মোঃ আবু হায়াত সুরজ (৪২), মোঃ আবুল কালাম (৩৪), মো: উজ্জল মিয়া (২৬) এবং মোঃ আলমগীর সিদ্দিক সানি (৩৭)। মোঃ গোলজার হোসেন রংপুর জেলার পীরগাছা থানার কুতুব্বাস গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে পুত্র, মোঃ আবু হায়াত সুরজ বগুড়া জেলার সদর থানার বারুপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের পুত্র, মোঃ আবুল কালাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব নওদাবাস গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে, মোঃ উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মোঃ আলমগীর সিদ্দিক সানি লালমনিরহাট জেলার সদর থানার ষ্টোর পাড়া গ্রামের মোঃ বিল্লাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।